পিএসজি ছেড়ে সদ্য যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আর নতুন দলে যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়ন করলেন লিওনেল মেসি। রবিবার সকালে লিগস কাপের ফাইনালে নেমেছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে নাশভিলকে হারিয়ে লিগস কাপ চ্যাম্পিয়ন হয় মেসির ইন্টার মায়ামি। মেসির জাদুতে প্রথমবার লিগস কাপ চ্যাম্পিয়ন তারা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। পেনাল্টি শুট-আউটে ৯-১০ গোলে জেতে ইন্টার মায়ামি।
ম্যাচের ২৩ মিনিটেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে ম্যাচের শুরু হয় অন্যভাভে। ম্যাচে প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় নাশভিল। বেশ কয়েকবার সহজ সুযোগ নষ্ট করেন তারা। তবে এরপরই ম্যাচে ফেরে ইন্টার মিয়ামি। সৌজন্যে লিওনেল মেসি। ম্যাচের ২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নাশভিলের জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি। ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই গোলের সুবাদে ৭ ম্যাচে ১০টি গোল করলেন লিও। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাশভিল। এরপর ম্যাচে বেশ কয়েকবার আক্রমণে গেলেও নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায়, ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন মেসি। এদিন মায়ামিকে চ্যাম্পিয়ন করার আরও এক নায়ক গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৯-৯ সমতায় থাকা অবস্থায় গোল করলেন তিনি। এরপর বিপক্ষের গোলকিপারের শট আটকে দলকে চ্যাম্পিয়ন করলেন। টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মায়ামি।
View this post on Instagram
আরও পড়ুন:বিশ্বকাপের সূচি নিয়ে ফের সমস্যা, কেন আপত্তি এই রাজ্য ক্রিকেট সংস্থার?