এক ম‍্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

0
2

সিরিজ জয় ভারতের। রবিবার আয়ারল্যান্ডকে হারাল ৩৩ রানে। এদিন আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেতেই এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল জশপ্রীত বুমরাহ-এর দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে অর্ধশতরান রুতুরাজ গায়কোওয়াডের। ৫৮ রান করেন তিনি। ৪০ রান সঞ্জু স‍্যামসনের। ৩৮ রান করেন রিঙ্কু সিং। ২২ রানে অপরাজিত শিভম দুবে। আয়ারল্যান্ডের হয়ে দুই উইকেট নেন ব‍্যারি ম্যাককার্থি। একটি করে উইকেট নেন মার্ক আডায়ার, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং।

জবাবে ব‍্যাট করতে ১৫২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আইরিশদের হয়ে দুরন্ত লড়াই অ্যান্ডি বলবির্নির। ৭২ রান করেন তিনি। শূন‍্য রানে আউট হন অধিনায়ক পল স্টার্লিং। মার্ক আডায়ার করেন ২৩ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা, জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। একটি উইকেট অর্শদীপ সিং-এর।

আরও পড়ুন:৬ গোল করেও বিদায় মহামেডানের, অল্পের জন্য বাঁচল মোহনবাগান