আমেরিকায় ঘরের ভিতর গু.লিবিদ্ধ ৪ ভারতীয় বংশোদ্ভূত!

0
2

আমেরিকায় রহস্যজনক ভাবে মৃত চার ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার ওয়েস্ট দেজ মোইন্সে ঘরের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে ৪জন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সুন্দুরু এলাকার বাসিন্দা।  তাঁদের নাম চন্দ্রশেখর সুনকারা (৪৪), সাবণ্য (৪১) এবং সঙ্গে দুই নাবালক কিশোর। কে বা কারা গুলি করল, এটা আত্মহত্যা না খুন তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রশেখর। সন্দেহ, তিনিই প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে গুলি করে খুন করেন। পরে নিজে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে উচ্চশিক্ষার জন্য চন্দ্রশেখর ও তাঁর পরিবার আমেরিকায় চলে যান। তারপর সেখানেই বসবাস করতে শুরু করেন। গুলির শব্দ শুনে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মনে এবং তাঁরাই পুলিশকে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।