সামনেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের মেগা টুর্নামেন্টের আসর। দীর্ঘদিন ধরে ভারতের ঝুলিতে নেই আইসিসির কোন ট্রফি। সেই খরা কাটাতেই মরিয়া ভারতীয় দল। কেমন হবে বিশ্বকাপে ভারতের দল। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাক্তন ক্রিকেটাররা তাদের মতামত জানাতেও এই নিয়ে পিছ পা হচ্ছেন না। আর এবার বিশ্বকাপের জন্য ভারতের প্রথম একাদশ বাছলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বিশ্বকাপে ভারতের উচিত তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা।
এক অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”
ভারতের উচিত অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া। যশস্বী জয়সওয়াল, ঈশান কিষানের মতো ভাল ব্যাটার রয়েছে। তাদেরও দলে নেওয়া উচিত। রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের সামনে অনেক বিকল্প রয়েছে। সব দিক ভেবে দল তৈরি করা উচিত।”
এরপাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে রবিচন্দ্রন অশ্বিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার হলেও তিনি অশ্বিনকে বিশ্বকাপের দলে দেখছেন না তিনি। উইকেটরক্ষক হিসাবে সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঈশান কিষানেরই খেলা উচিত যেহেতু ঋষভ পন্থ এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন নি।”
আরও পড়ুন:ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে মুখ খুললেন সৌরভ, চার নম্বরে দেখতে চান এই ব্যাটারকে