দেশের স্বশাসিত সংস্থাগুলির দখল নিয়েছে RSS: বিস্ফোরক অভিযোগ রাহুলের

0
2

কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপি(BJP) দ্বারা পরিচালিত। এই অভিযোগ আগেই তুলেছে বিরোধীরা। এবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, দেশ চালনায় যে প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের দখল নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এমনকি তাঁর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীরাও আরএসএসের(RSS) নিয়ন্ত্রাণাধীন। কৌশলগতভাবে স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে আরএসএসের লোককে।

বিজেপি যে আরএসএসের শাখা সংগঠন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে বকলমে সংঘই মোদি সরকার চালায় এ অভিযোগ কোনওভাবেই মানে না গেরুয়া শিবির। শনিবার লাদাখ সফরে গিয়ে এই ইস্যুতে সরব হয়ে রাহুল গান্ধী বলেন, “আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে প্রশ্ন করেন, তাঁরাই আপনাকে জানাবেন যে তাঁরা আদৌ মন্ত্রিত্ব চালান না। আরএসএস দ্বারা নিযুক্ত ব্যক্তিরাই মন্ত্রকগুলি চালাচ্ছেন। তারাই সব বিষয়ে পরামর্শদাতা।” একইসঙ্গে তিনি যোগ করেন, “দেশ চালনায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে সবকিছু চালাচ্ছে আরএসএস।”

দেশে আইনের শাসন প্রসঙ্গে কংগ্রেস নেতা মনে করিয়ে দেন, “ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল। স্বাধীনতাকে একীভূত করা হয় সংবিধানে। সংবিধান হল স্বাধীন বিধানগুলির একটি সেট।” তিনি আরও বলেন, “এমনভাবে প্রতিষ্ঠান পরিচালনার কথা ছিল যাতে তা সংবিধানের রূপকল্পকে সমর্থন করে। অন্যদিকে বিজেপি এবং আরএসএস যেটা করছে তা হল প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল পদগুলিতে নিজেদের লোক বসানো।”