ভিন রাজ্যে পড়তে গিয়ে কলকাতার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু, আত্মহত্যা মানতে নারাজ পরিবার

0
1

বিশাখাপত্তনমে (Visakhapattanam) পড়তে গিয়ে কলকাতার (Kolkata) পড়ুয়ার রহস্যমৃত্যু। জানা গিয়েছে, ছাত্রীর নাম রীতি সাহা (Riti Saha)। তিনি টালিগঞ্জের (Tollygaunge) বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর। গত ১৪ অগাস্ট আচমকা সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই পড়ুয়া। এরপর হাসপাতালে তাঁকে ভর্তি করানো হলে ১৬ অগাস্ট মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে।

ইতিমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে কীভাবে ওই ছাত্রীর সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হল? আচমকা কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।