যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও কয়েকজন, ধৃ*তদের তোলা হবে আদালতে

0
1

যাদবপুরের ছাত্রমৃত্যুতে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বেশ কয়েক জনের সক্রিয় ভূমিকা ছিল। শুক্রবার পড়ুয়া এবং প্রাক্তনী মিলিয়ে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের শনিবার আলিপুর আদালতে হাজির করানো হবে। পুলিশ মনে করছে আরও কয়েক জনের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ যৌ*ন সম্পর্কে সম্মতির নূন্যতম বয়স কত হওয়া উচিত?কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট
গত ৯ অগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে।ঠিক পরের দিন অর্থ্যাৎ ১০ অগাস্ট ভোরে ছাত্রটির মৃত্যু হয়। র‌্যাগিংয়ের অভিযোগ তুলে ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় গত শুক্রবার প্রথম গ্রেফতার করে পুলিশ। এরপর এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা এক এক জন এক এক রকমের বয়ান দিচ্ছেন। তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর,ধৃতরা সকলেই নিজেদের ‘গা বাঁচানোর চেষ্টা’ করছেন। অর্থাৎ, নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কেউ কেউ আবার একে অন্যের বিরুদ্ধেও আঙুল তুলছেন। প্রয়োজনে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানানো হয়েছে।