৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। চলতি বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ম্যাচ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। আর এই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে। এশিয়া কাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুলতানে। এই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়ার ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত থাকা সব বোর্ডের কর্তাদের নিমন্ত্রণ করেছে তারা। যদিও ভারতীয় বোর্ডের তরফে তা অস্বীকার করা হয়েছে।
সূত্রের খবর, ডারবানে আইসিসি-র বৈঠকের সময় জয় শাহকে মৌখিক ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, পাকিস্তান বোর্ডের প্রধান জাকা আশরফ। জানা যাচ্ছে, সেই আমন্ত্রণ এবার সরকারিভাবে করা হয়েছে বিসিসিআই সচিবকে।
এশিয়া কাপ আয়োজন নিয়ে এর আগেও অনেক বিতর্ক হয়েছিল। বিসিসিআই স্পষ্ট জানিয়েছিল যে তারা এই টুর্নামেন্টে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে না। এরপর অনেক বিতর্ক হয়। শেষ মেশ ঠিক হয় এশিয়া কাপ হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের প্রথম ম্যাচ হবে পাকিস্তানে। মোট চারটি ম্যাচ হবে বাবরদের দেশে। বাকি সব ম্যাচ শ্রীলঙ্কায়।
আরও পড়ুন:দীর্ঘ ১১ মাস পর দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন বুমরাহ?