কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা ইয়াসির হায়দার (Yasser Haidar)। শনিবার, তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। টিকিট না পেয়েই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ইয়াসির অভিযোগ, ২০২১-এ তৃণমূলের টিকিট পাননি তিনি। সেই বছরই মার্চ মাসে তৃণমূল ছেড়ে দেন তিনি। সক্রিয় রাজনীতিতে ছিলেন না বলে দাবি করে ইয়াসির বলেন, কংগ্রেস তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি খুশি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
অধীর চৌধুরী জানান, অনেকদিন ধরেই ইয়াসির যোগাযোগ রাখছিলেন। এবার তাঁকে দলে নেওয়া হল। কিন্তু বাংলায় কংগ্রেসের অস্তিত্ব কোথায়? বিধানসভায় তাঁদের একজনও প্রতিনিধি নেই। তুলনামূলক ভাবে শক্তিশালী বিজেপি। তাহলে, সেখানে কেন গেলেন না ফিরহাদের জামাই! ইয়াসিরের কথায়, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করতে চান না। যাঁকে হাত ধরে দলে যোগ দান করালেন, সেই ইয়াসিরের এই মন্তব্যে শাবাশি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর আগে তৃণমূল থেকে কংগ্রেস গিয়ে তাদের টিকিটে দাঁড়িয়ে সাগরদিঘি উপনির্বাচনে জেতেন বাইরন বিশ্বাস। কিন্তু শপথ নেওয়ার পরেই ফের তৃণমূল ফেরেন তিনি। সেই কারণেই বোধহয় ইয়াসিরের যোগদান নিয়ে মাথা ঘামাতে চায় না তৃণমূল। এই প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ও কিছু না। কজন চেনে এঁদের!”