কলকাতা লিগে এরিয়ানকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

0
3

দুরন্ত পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগে এরিয়ানকে হারাল ২-০ গোলে। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন জেসিন টিকে এবং আমন সিকে। এই জয়ের ফলে, সুপার সিক্সের লড়াইয়ে দারুণভাবে টিকে রইল ইস্টবেঙ্গল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ইস্টবেঙ্গল। ম‍্যাচের ১৫ মিনিটেই প্রথম গোল তুলে আনতে পারত লাল-হলুদ। তবে সঞ্জীব ঘোষের চেষ্টা এরিয়ান ডিফেন্ডারদের কারণে প্রতিহত হয়। প্রথম দিকে এলোমেলো ফুটবল খেলতে থাকে। তবে এরপর  ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়ায়। যার ফলে প্রথমার্ধের অতিরিক্ত টাইমে দু’গোল পেয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধের ইনজুরি টাইমে জেসিন টিকে একক দক্ষতায় গোল করে যান। একাধিক ফুটবলারকে কাটিয়ে নিজেই বল গোলে শট করেন। এর পরেই ফের আরও একটা গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। আমন সিকে এবার ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়িয়ে ফেলেন। ডানদিক থেকে উঠে এসে কাট করে ভেতরের দিকে ঢুকে পড়েন আমন। তাঁর বাঁ পায়ে নেওয়া শট গোলে ঢুকে যায়। যদিও প্রথম গোলের ক্ষেত্রে এরিয়ান গোলরক্ষক আকাশ মন্ডলকে দায়ি করাই যায়। জেসিন গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে দারুণ ভাবে বল দ্বিতীয় পোস্টে প্লেস করেন। গোটা ম্যাচে ভালো খেললেও, আকাশ দুইবার পরাস্ত হন। তবে তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হবে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে লাল-হলুদ। তবে একেবারে শেষদিকে ইস্টবেঙ্গল রক্ষণে অনেক ফাঁক দেখতে পাওয়া যায়। এরিয়ান কোচ রাজদীপ নন্দী যদিও তা কাজে লাগাবার যথেষ্ট চেষ্টা করেন। তবে তাঁকে ব্যর্থ হতে হয়। কারণ ফুটবলাররা গোলের সন্ধান পাননি। চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের জালে বল ঢোকাতে পারেননি তাঁরা।

আরও পড়ুন:AIFF-এর নয়া উদ‍্যোগ,অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার