২০ জুন নয়, পয়লা বৈশাখ বা ১৫ অগাস্ট পালিত হোক ‘পশ্চিমবঙ্গ দিবস’- সেই আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ নির্ধারণ কমিটি’ তৈরি করে দিয়েছেন বিধানসভার (Assembly) অধ্যেক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবার একপ্রস্থ আলোচনা হয়েছে। সোমবার আরেক দফায় আলোচনা হওয়ার কথা। এখনে সিদ্ধান্তের পরেই চলতি অধিবেশনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্যপ রাজ্য পালের বিরুদ্ধে ১৮৫ ধারায় প্রস্তাব আনবে শাসকদল।
সবক্ষেত্রেই ভাগাভাগির রাজনীতি বিজেপির (BJP)। বাদ নেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ প্রসঙ্গও। রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে ২০ জুন তারিখটিকে বেছে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কারণ, ১৯৪৭ সালের এই দিনই বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। ওই দিনটি বাংলার মানুষের কাছে দুঃখের, লজ্জার। সেই কারণেই শাসকদল চায় ২০ জুন নয় অন্য দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হোক। কোন দিন হবে, সেটা সিদ্ধান্ত নিতে কমিটি গঠন হয়েছে। অধ্যঅক্ষের ডাকে বৈঠকে বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), ব্রাত্য। বসু (Bratya Basu), শিউলি সাহারা। তিনটি বিকল্প দিন নিয়ে আলোচনা হয়েছে। ব্রাত্য বসুর মতে, পয়লা বৈশাখ- বাঙালির নববর্ষে হোক পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যের নাম ‘বঙ্গ’ বা ‘বাংলা’ হিসাবে তুলে ধরে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছিল ২৮ মে। সেই কারণে ওই তারিখের কথা উল্লেখ করেছেন ফিরহাদ। শিউলি সাহার চান ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হোক ১৫ অগাস্ট। সোমবার, আলোচনায় চূড়ান্ত তারিখ স্থির হলে সেই প্রস্তাব বিধানসভায় পেশ হবে।