পুজোর পর ফের রাজ্যে বসতে চলেছে আরও একটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে আরও একটি সুখবর। বিশ্বব্যাঙ্ক বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা মাথায় রেখে স্বতঃপ্রণোদিতভাবে ২৫০০ কোটি টাকা দিচ্ছে। সহজ শর্তে ঋণ হিসেবে এই টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না নবান্ন। তাই আজ, শুক্রবারই বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুনঃ World Bank: রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে স্বীকৃতি, বাংলাকে হাজার কোটি টাকা সাহায্য বিশ্বব্যাঙ্কের
এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্রশিল্পে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মূল লক্ষ্য। রাজ্যের এক আধিকারিক জানান, বিশ্ব ব্যাঙ্কের এই প্রকল্প প্রাপ্তি এতে নিশ্চিত হবে। কী কী কাজ হবে এই প্রকল্পের অধীনে? প্রথমত, শিল্পসম্ভাবনা উজ্জ্বল এমন জায়গাগুলিতে উন্নত রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ। দ্রুত পণ্য পরিবহণের লক্ষ্যে জোর দেওয়া হবে সড়ক, রেল ও জলপথের সমন্বয়ের উপর। লজিস্টিকস ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আগামিদিনে রাজ্যে কর্মসংস্থানের জন্যও এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, ভৌগোলিক অবস্থানের জন্য পণ্য সরবরাহের ক্ষেত্রে বিশেষ সুবিধার জায়গায় রয়েছে বাংলা। ফলে, উত্তর-পূর্বের রাজ্যগুলিসহ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পণ্য সরবরাহের পথ হিসেবে বাংলাকেই বেছে নিচ্ছে বহু শিল্প সংস্থা। ফলে বিশ্ব ব্যাঙ্কের প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের কাজ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৫০ হাজার মানুষ কাজের সুযোগ তৈরি হবে, এমনই হিসেব কষেছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা।







































































































































