পোষ্যদের লড়াই ঘিরে বিবাদে জড়ালেন দুই পড়শি! চলল গু*লি! নি*হত ২, আহ*ত ৮

0
3

দুই পোষ্য কুকুর একে অপরকে দেখে তারস্বরে চেঁচাচ্ছিল। তার জেরে বচসায় জড়ালেন তাদের মালিকেরা। বচসার জের এতটাই চরমে ওঠে যে এক পোষ্যের মালিক বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে গুলি চালালেন। সেই গুলি লেগে নিহত হলেন দু’জন। জখম হলেন আরও আট জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্ডোরে। শুক্রবারই এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুনঃ হিংসায় ফের মৃত ৩, ইয়েচুরির নেতৃত্বে মণিপুর পরিদর্শনে সিপিএম
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত একটি বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পোষ্যটি প্রতিবেশীর পোষ্য কুকুরটিকে দেখে চিৎকার করে। তার পর দুই পোষ্যের চিৎকার শুরু হয়। এই নিয়ে ঝামেলায় জড়ান রাজপাল এবং তাঁর প্রতিবেশী। তাঁদের ঝগড়া দেখে সেখানে জড়ো হন আরও কয়েক জন।কিন্তু বিবাদের জেরে যে কারর মৃত্যু হতে পারে তা বোধহয় তখনও কল্পনাও করতে পারেননি কেউ।
জানা যায় বিবাদ এতটাই চরমে ওঠে যে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসেন বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। তচালানো হয় গুলিও। তাতেই মৃত্য্যু হয় রাজপালের দুই পড়শি। জখম আট জনের মধ্যে ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত রাজপালকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর বন্দুকটি।