‘খেলা হবে’ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেবে রাজ্য

0
1

খেলা হবে’ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেবে রাজ্য সরকার। রাজ্যের ২৪টি দফতরে এই কাজ পাওয়া যাবে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন ২৪টি দফতরের সচিব ও আধিকারিক। এই বিষয়ে খুব শিগগির প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্তির জন‌্য আলাদা পোর্টাল তৈরি করা হচ্ছে। নতুন পোর্টালটি ১০০ দিনের কাজের পোর্টালটির সঙ্গে যুক্ত করা হবে। কারা কীভাবে নাম নথিভুক্ত করতে পারবেন তা নিয়ে গাইডলাইন তৈরি হয়েছে। পোর্টালের মাধ্যমে অদক্ষ শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। উল্লেখ‌্য, এখন রাজ্যের প্রায় ৬৪ লক্ষ মানুষের জব কার্ড আছে। যঁারা গড়ে কাজ পেয়েছেন ২৬ দিন করে। আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যে ফের শুরু হবে ‘দুয়ারে সরকার’ শিবির। ওই শিবিরেও ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের বাসিন্দারা।

আরও পড়ুন- অবৈজ্ঞানিকভাবে পাহাড় কেটেই বিপত্তি!  বৃষ্টিতে হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটি, মৃ.ত ৭৮