এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স, বিশ্বকাপে কি পাওয়া যাবে ভারতের এই তারকা ব‍্যাটারকে? এল বড় আপডেট

0
2

দীর্ঘদিন ধরেই চোটের কারণে বাইরে শ্রেয়স আইয়র। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে আছেন তিনি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। আর এরপরই ভারতীয় সমর্থকদের মনে প্রশ্ন ওঠে কবে মাঠে ফিরবেন শ্রেয়স। শোনা যাচ্ছিল এশিয়া কাপে ফিরতে পারেন ভারতী তারকা ক্রিকেটার। তবে এরই মধ‍্যে এল বড় রিপোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা শ্রেয়সের দিকে খেয়াল রাখছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য এখনও তৈরি নন শ্রেয়স। তাঁর ফিটনেস এখনও সমস্যা রয়েছে। আর সূত্রের খবর, রিপোর্ট আসার পরই এশিয়া কাপে শ্রেয়সকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শ্রেয়সকে বাদ দিয়েই গড়া হতে পারে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল।

এই নিয়ে এনসিএ’র এক কর্তা বলেন, “রাহুল খেলার মতো ফিট হয়ে গিয়েছে। কোনও সমস্যা নেই। কিন্তু শ্রেয়স ১০০ শতাংশ ফিট হতে পারেনি এখনও। দু’জনেই নিয়মিত অনুশীলন করছে। অনুশীলন ম্যাচ খেলতে রাহুলের সমস্যা না হলেও শ্রেয়সের কিছুটা হচ্ছে। একটি প্রস্তুতি ম্যাচে ওদের দেখা হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা অন্য ক্রিকেটারদেরও ফিটনেস দেখা হবে।”

সূত্রের খবর, আগামী রবিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়স ছাড়াও লোকেশ রাহুলের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছে।

আরও পড়ুন:জমজমাট মিডিয়া ফুটবল, সেমিফাইনালে এখন বিশ্ববাংলা সংবাদ