শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নতুন অধিনায়ক বুমরার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (India v/s Ireland)। ২৯ বছরের পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)১১ মাস পর চোট সারিয়ে মাঠে ফিরছেন। তাই খুব স্বাভাবিকভাবেই তারুণ্যে তরতাজা এই ভারতীয় ক্রিকেট (Team India) দল বিদেশের মাটিতে কেমন ফল করে, তার দিকে তাকিয়ে থাকবেন নির্বাচককরাও। কিন্তু খেলা হবে তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় সাজঘরে। ক্যারিবিয়ান সফরে একাধিক ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার ডাবলিনেও সেই সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। ৬৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকায় ডাবলিনে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সে ক্ষেত্রে ভারত বনাম আয়ারল্যান্ড এর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (India v/s Ireland T20 Match)হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আয়ারল্যান্ড সফর শেষ হওয়ার পরেই এশিয়া কাপের শুরু। এই টিম ইন্ডিয়ার অনেকেই সেই স্কোয়াডে রয়েছেন। সে ক্ষেত্রে নিজেদের শক্তি আর দুর্বলতা দেখে নেওয়ার জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইরিশদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও হারেনি ভারত। এখন সেই জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ তরুণ টিম ইন্ডিয়ার কাঁধে। আজ সাতটায় টস, সব ঠিক থাকলে ভারতীয় সময় ৭:৩০ মিনিট থেকেই খেলা শুরু হবে।









































































































































