উন্নয়নের পরিকল্পনা নেই। নতুন ভাবনা নেই। কাজ করার সুযোগও নেই। এমন দলে থেকে নিজের রাজনৈতিক অমর্যাদা আর করতে চাই না। এভাবেই একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন ধুপগুড়ির গডংয়ের বাম নেতা হামিদুল ইসলাম। শুক্রবার সন্ধেয় ধুগুড়ির উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

উল্লেখ্য, বামনেতা গডং-১ পঞ্চায়েতের প্রার্থীও হয়েছিলেন। কিন্তু দলে থেকে তিনি কোনও কাজ করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝেছি একমাত্র তৃণমূল দলে থেকেই উন্নয়ন করা যাবে। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।
আরও পড়ুন- যাদবপুরকাণ্ডে গ্রে.ফতার আরও ৩, সবমিলিয়ে ছাত্রমৃ.ত্যুতে ক্রি.মিনালের সংখ্যা দাঁড়াল ১২






































































































































