মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি। গোটা দেশজুড়েই কখনও খাবারে আরশোলা, কখনও যান্ত্রিক গোলযোগ,কখনও পশুর ধাক্কা! দিনরাতের লেগেই রয়েছে অঘটন। এবার আবারও পাথর ছোড়ার অভিযোগ উঠল কেরলে।ঘটনায় তিরুঅনন্তপুরমগামী বন্দে ভারতের বাতানুকুল কামরার জানালার কাচ ভেঙে গিয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি! স্টেশনে ২ ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন
কাসারাগোদ থেকে তিরুঅনন্তপুরমগামী চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। রেল সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে ভাটাকারার কাছে ট্রেনের সি-৮ কামরার একটি জানালা লক্ষ্য করে উড়ে আসে ঢিল। এর জেরে ভেঙে যায় শীতাতপ নিয়ন্ত্রিত কামরার জানালার কাচ। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে এই ঘটনায় কারও আঘাত লাগেনি। লিউকোপ্লাস্টার দিয়ে জানালার কাচ সেঁটে আবার গন্তব্যে রওনা দেয় বন্দে ভারত ট্রেনটি। এক রেলকর্মী বলেন, ‘‘এই ঘটনায় কেউ আহত হননি। কাচটি বাইরে থেকে ভেঙে গিয়েছে। ভিতরে কিছু হয়নি।’’
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং নেত্রাবতী এক্সপ্রেসে পাথর হামলা হয়। ঢিলের ঘায়ে চুরমার হয়ে যায় দু’টি ট্রেনের বাতানুকুল কামরার একাধিক জানালা। তার ৭২ ঘণ্টার মধ্যে সেই কেরলেই পাথরের ঘায়ে ভাঙল বন্দে ভারতের কামরার জানালার কাচ।