অন্ধকারে ডুবে যাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)! কেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে (Social Media Post)এমন ইঙ্গিত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award winning) পরিচালক? তাহলে কি গুরুতর অসুস্থ তিনি নাকি মানুষের কোন সমস্যা? একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছে টালিগঞ্জে (Tollygunge)। অনেকে আবার পরিচালকের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখার পর তিনি কোনও বিপাকে পড়েছেন বলেও সন্দেহ করতে শুরু করেছেন।
কিছুদিন আগেই দেব এবং রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’- র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের ব্যোমকেশের টিম নিয়ে হাজির ছিলেন সৃজিত। তাঁকে দেখে বা কথা শুনে একবারও মনে হয়নি তিনি কোনও সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু এ কী! হঠাৎ কোন আঁধারের ইঙ্গিত দিলেন তিনি? বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লিখলেন, ”অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। পরিচালক এই বিষয়ে মুখ না খুললেও টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত তিনি। আসন্ন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে ভুগছেন তিনি। আজ সিনেমার শুটিংয়ের অল্প কিছু কাজের জন্য উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে সবটাই বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের পোস্টের পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছিলেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের মতো আমার হৃদয়েও কোনও ব্লক নেই। তবে পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই বিশ্রামে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।