মারাঠা রাজনীতিতে নাটকের শেষ নেই। অজিত পাওয়ারকে(Ajit Pawar) দলে ভিড়িয়ে নেওয়ার পর বিজেপির(BJP) নজর এখন শরদ পাওয়ারের(Sharad Pawar) দিকে। ইন্ডিয়া জোটে ভাঙন ধরাতে প্রবীণ এই রাজনীতিবিদকে ব্যবহার করতে চাইছে বিজেপি। ইন্ডিয়া জোট ভেঙ্গে বেরিয়ে এলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হবে বলে প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে। যদিও মারাঠা রাজনীতিতে চলতে থাকা এইসব জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিলেন মারাঠা স্ট্রংম্যান।
ঘটনার সূত্রপাত অজিত পাওয়ার ও শরদ পাওয়ারের এক বৈঠককে কেন্দ্র করে। গত শনিবার রাতে পুণের কোরেগাঁও পার্ক এলাকায় শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোয় প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় কাকা-ভাইপোর। যদিও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও পক্ষই কিছু জানায়নি। এনসিপির তরফে জানানো হয়েছে বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, এটি একটি পারিবারিক বৈঠক। যদিও তা মানতে নারাজ রাজনৈতিক মহল। মারাঠা রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, অজিত পাওয়ার চাইছেন কাকা শরদ বিজেপিতে যোগ দিন। এবং বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের প্রস্তাবও ওই বৈঠকে জানিয়েছেন অজিত। যদিও এই সব জল্পনাকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন খোদ শরদ পাওয়ার।
শরদ পাওয়ার এদিন সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে এই ধরনের কোনও প্রস্তাব আসেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দলের সুপ্রিমো। আমার কাছে কে প্রস্তাব নিয়ে আসবে? এই ধরনের কোনও প্রস্তাব পেলেও গ্রহণ করতাম না।” কিন্তু তাতেও বিতর্ক থামছে না। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত এদিন বলছিলেন, “উনি বিরোধী জোটের পিতামহ ভীষ্ম। উনি আশা করি এমন কিছু করবেন না, যাতে বিভ্রান্তি তৈরি হবে।”