উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে র‍্যাগিং সবচেয়ে বেশি, তথ্য দিয়ে খোঁচা কুণালের

0
1

বিভিন্ন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা খবরের শিরোনামে এসেছে। র‍্যাগিং বন্ধে উদ্যোগী হয়েছে খোদ ইউজিসি। তৈরি হয়েছে অ্যান্টি র‍্যাগিং সেল। তারপরও র‍্যাগিং পুরোপুরি আটকানো যায়নি। অথচ বিরোধীরা সব জেনেও বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছে। সম্প্রতি ঘটে যাওয়া যাদবপুর কাণ্ডে ছাত্র মৃত্যুর পর র‍্যাগিং এর বিষয়টি ফের সামনে এসেছে।

এবার এই বিষয় নিয়ে রীতিমতো পরিসংখ্যান তথ্য তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,সারা দেশে র‍্যাগিং এর যে তথ্য পাওয়া গেছে, ইউজিসি অ্যান্টি র‍্যাগিং সেল যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২০২১ সালে ৫১১ টা কেস নথিভুক্ত হয়েছে। অধিকাংশ র‍্যাগিং হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে।এদের মধ্যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সবার উপরে রয়েছে।

এদিন কুণাল বলেন, উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে বিজেপির সরকার। এখানে শুভেন্দু অধিকারী নাটক করতে যদবপুরে গিয়েছেন। তিনি গিয়ে উস্কে দিয়েছেন, যার ফলে ফের ধুন্ধুমার হয়ে উঠেছে পরিস্থিতি।এটা দ্বিচারিতা।কোনও অধিকার ওদের নেই। যারা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপিকে ঢুকতে দেওয়া হবে না, তারা মনে রাখবেন যে সৌজন্যতার জায়গা থেকে সরে এলে টের পাবেন কে যাদবপুরের ভিতরে ঢুকবে।