মাঝআকাশে পাইলটের মৃ.ত্যু! বিমানের জরুরি অবতরণ

0
1

আকাশ কাছে ঝঞ্ঝাট আর আশঙ্কা যেন কিছুতেই কাটছে না। বিমানে একাধিক বিভ্রাটের খবর বারবার শিরোনামে উঠে আসে। তবে এবার শুধু বিভ্রাট নয়, পাইলটের মৃত্যুর (Death of Pilot) ঘটনা প্রকাশ্যে। মাঝ আকাশে বিমানের শৌচালয়ে (Airlines Toilet) মৃত্যু হল পাইলটের। রবিবার রাতে ল্যাটাম এয়ারলাইন্সের (Latam Airlines) বিমানটি মিয়ামি (Miami ) থেকে রওনা দেয়। তার ঠিক তিন ঘণ্টা পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বিমানের পাইলট। ৫৬ বছর বয়সি পাইলট ইভান অ্যান্ডুকে (Evan Andew) বিমানেই আপতকালীন চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তিনি কোনোমতেই সুস্থ, স্বাভাবিক হতে পারছিলেন না। এরপর তিনি নিজেই শৌচালয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।

চিলিগামী বিমানে সেই সময় ২৭১ জন যাত্রী ছিলেন। পাইলটের মৃত্যুর ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অবস্থার গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত সহকারি পাইলট বিমানটিকে পানামা বন্দরে জরুরি অবতরণ করান। বিমানের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলেই জানা যাচ্ছে। মেডিক্যাল এমারজেন্সির কথা জানিয়ে সহকারি পাইলট পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ২৫ বছরের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট অ্যান্ডুর। অবশেষে মঙ্গলবার বিকল্প উড়ানেই ২৭১ জন যাত্রীকে চিলিতে নিয়ে যাওয়া হয়েছে। পাইলট অ্যান্ডুর অকাল মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে বিমানসংস্থার কর্মীরা।