ফের বাংলার ঝুলিতে পদক, পিনচাক সিলেটে সোনা-রুপো-ব্রোঞ্জ জয় রাজা-আকিব-নাজিনদের

0
2

ফের বাংলার জয় জয়কার। ফের বাংলার ঝুলিতে সোনা-রুপা-ব্রোঞ্জ। সম্প্রতি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয় ১১তম জাতীয় পিনচাক সিলেট। সেখানেই তুঙ্গাল-ফাইট- গান্ডায় সোনা-রুপো-ব্রোঞ্জ জয় বাংলার রাজা দাস-আকিব মাসুদ এবং নাজিন আহমেদের।

গত ১২ থেকে ১৫ আগস্ট মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে এই টুর্নামেন্টের। যেখানে সারা ভারতবর্ষ থেকে অংশগ্রহণ করেছাল ৩৭ টি রাজ‍্য। সেখানেই বাজিমাত বাংলার ছেলেদের। এই টুর্নামেন্টে তুঙ্গালে সোনা জয় করেন রাজা দাস। ফাইটে রুপোর পদক জয় করেন আকিব মাসুদ এবং গান্ডায় ব্রোঞ্জ পদক জয় নাজিন আহমেদের। বাংলা থেকে এই টুর্নমেন্টে অংশগ্রহণ করে ছিলেন ২২ জন।

এই সাফল‍্যে উচ্ছ্বসিত বাংলার পিনচাক সিলেট দলের কর্তা অভিজিৎ ওয়াসু। তিনি বলেন,” ভালো লাগছে। অনেক শুভেচ্ছো রাজা দাস-আকিব মাসুদ-নাজিন আহমেদদের। আমাদের সাহায্য করেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। অনেক সাহায্য করেছেন বাংলার পিনচাক সিলেটের জেনারেল সেক্রেটারি সুনীল সিং। আমাদের লক্ষ‍্য আরও ভালো করা। এরপর দেশের জন‍্যও পদক নিয়ে আসা। আমাদের অনুশীলনের কেন্দ্র উন্নত হলে আরও সাফল‍্য আসবে। আমরা চাই আমাদের অনুশীলন পরিকাঠামো আরও উন্নত হোক। যেহেতু রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় অন্তত ক্রীড়াপ্রেমীক, সেহেতু আমরা চাই উনি আমাদের পাশে দাঁড়ান।”

আরও পড়ুন:মাছিন্দ্রা এফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?