বৃহস্পতিবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, কী কী কর্মসূচি থাকছে?

0
1

বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার জন্য রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে কলকাতায় নেশা মুক্তি অভিযানের সূচনা করবেন। এরপর মধ্যাহ্নভোজ সেরে দুপুর একটা ১৫ মিনিট নাগাদ গার্ডেনরিচে শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির হাত দিয়ে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র যাত্রা শুরু হবে। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। সেখান থেকে ফিরে আসবেন রাজভবনে। তার পর বিকেলে সেখান থেকেই আবার নয়াদিল্লি ফিরবেন তিনি।

আরও পড়ুন- লিভ-ইন সম্পর্ক নিয়ে ব্যতিক্রমী নির্দেশ কেরালা হাই কোর্টের