নির্মলা মিশ্রর মৃ.ত্যুর বছর ঘুরতেই প্র.য়াত স্বামী প্রদীপ দাশগুপ্ত

0
1

ফের নক্ষত্র পতন সঙ্গীত জগতে! সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর (Nirmala Mishra) পর এবার প্রয়াত হলেন তাঁর স্বামী সুরকার প্রদীপ দাশগুপ্ত (Pradip Dasgupta)। স্বাধীনতা দিবসের দিনেই শোকের পরিবেশ তৈরি হল শিল্পীর পরিবারে।

১৫ অগাস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ যখন উদযাপন, উচ্ছ্বাসে মুখর, তখন সঙ্গীতশিল্পীর বাড়িতে বিষাদের সুর। জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার। বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। উপরন্তু স্ত্রী নির্মলা মিশ্রর মৃত্যুর পরে আরোই একা হয়ে পড়েছিলেন তিনি। মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন।

নির্মলা মিশ্রর সাফল্যের পিছনে প্রদীপ দাশগুপ্তর অবদান ভোলার নয়। গায়িকার বহু কালজয়ী গানের নেপথ্যের নায়ক ছিলেন তিনি। স্বামীর সুর করা এবং লেখা অজস্র গান গেয়েছিলেন নির্মলা মিশ্র।

আরও পড়ুন- কলকাতা বইমেলা এগিয়ে এলো! কবে থেকে শুরু জানাল গিল্ড

শিল্পী প্রদীপ দাশগুপ্তর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদনজগতে। কবীর সুমন, লোপামুদ্রা মিত্র, জোজা মুখোপাধ্য়ায়ের মতো বাংলা সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।