আল হিলালে যোগ দিলেন নেইমার জুনিয়র

0
3

জল্পনা ছিলই। মঙ্গলবার তাতে পরল সিলমোহর। পিএসজি ছেড়ে আল হিলালে সই করলেন নেইমার জুনিয়র। সূত্রের খবর, আল হিলালে মোট ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকার চুক্তিতে সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেইমারের যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

সূত্রের খবর, কথা বার্তা চূড়ান্ত হয়ে যাওয়ার পর সোমবারই প্যারিস থেকে সৌদি আরবে চলে আসেন নেইমার। জানা যাচ্ছে, সেদিনই তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। আর মঙ্গলবার আল হিলালের চুক্তিতে সই করেন ব্রাজিলীয় স্ট্রাইকার। সূত্রের খবর, পিএসজি ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পাবে। দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় ফেরার চেষ্টা করে যাচ্ছিলেন নেইমার। কিন্তু বার্সা তাঁকে নিতে সেভাবে আগ্রহ দেখায়নি। পাশাপাশি নেইমারকে ছেড়ে বড় টাকা আয় করতে চেয়েছিল পিএসজি। তাদের দাবিকে মানতে পেরেছে একমাত্র আল হিলাল।

সৌদি আরবের আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর মতোই সৌদি আরবের ক্লাবে সই করলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে এক ক্লাবে নয়। রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে আল হিলাল তাঁকে দলে নিল। একে একে পিএসজি ছেড়ে প্রায় সমস্ত তারকা ফুটবলারই বিশ্বের বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন নেইমারও।

বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমার যোগ দেন প্যারিস সাঁ জাঁতে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে নেয় পিএসজি। সেই থেকে তিনি ফ্রান্সের এই ক্লাবেই ছিলেন। তাঁর হাত ধরেই মেসি যোগ দিয়েছিলেন পিএসজি-তে। তবে এই ফরাসি ক্লাবের হয়ে তাঁর সাফল্য সেভাবে নেই। বেশিরভাগ সময় তিনি চোট পেয়ে বাইরে ছিলেন।

আরও পড়ুন:এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট