মৃ.ত ছাত্রের প্রতিবেশিদের মৌন মিছিল যাদবপুরের ক্যাম্পাসে

0
1

অকালে ঝড়ে গিয়েছে প্রাণ। খালি হয়েছে মায়ের কোল। অভাগা বাবাকে করতে হয়েছে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান। এর থেকে নির্মম-করুণ পরিণতি আর কী-বা হতে পারে মানুষের জীবনে! কিন্তু যাদের জন্য অপমৃত্যু হল যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের, তাদের কোনও ক্ষমা নেই। গর্জে উঠেছে গোটা বাংলা। এবার সেই প্রতিবাদে সামিল যাদবপুরের মৃত ছাত্রের গ্রামও।

jadavpur-university-student-dead-silent-protest-rally-swapnodip-villagers

মৃত ছাত্রের নামাঙ্কিত স্মৃতিরক্ষা কমিটির ব্যানারে এই প্রতিবাদ মিছিল সংঘঠিত হয়। তাদের জোরালো দাবি, এই মৃত্যু আত্মহত্যা বা দুর্ঘটনা হতে পারে না। এটা খুন। তাই সঠিক তদন্ত ও বিচার করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। ragging বন্ধ করতে হবে। এমনই ১০ দফা দাবি নিয়ে গ্রামের বাসিন্দা, পাড়া-পড়শি, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এসেছেন যাদবপুরে। শহরের রাস্তায় ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে করলেন মৌন মিছিল। গ্রামবাসীদে দাবি, তাঁদের স্বপ্নকে যাদের অত্যাচারের জন্য চলে যেতে হল, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে হবে, যাতে আগামিদিনে এই এরকম কোনও ঘটনা না ঘটে।

প্রায় ২ হাজার গ্রামবাসী বগুলা থেকে এসে যাদবপুর ক্যাম্পাস ঘুরে মৌন মিছিল করেন। পরবর্তীতে চার নম্বর গেট থেকে বেরিয়ে ৮বি পর্যন্ত মিছিল করে ২ নম্বর গেট দিয়ে ঢুকে তাঁদের কর্মসূচি শেষ করেন। সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রারের কাছে তাঁরা এই দাবিপত্র জমা করবেন এবং বৈঠক করবেন যেন দোষীরা কোনওভাবেই ছাড়া না পায়।