বর্ষার মরসুম আসতেই প্রকৃতির ‘রোষানলে’ উত্তরাখণ্ড। লাগাতার বৃষ্টির জেরে জোশীমঠের পর এবার রুদ্রপ্রয়াগেও বিপত্তি। মঙ্গলবার রুদ্রপ্রয়াগের বানতোলিতে ভেঙে পড়ল একটি সেতু।এর জেরে এখনও কোনও হতাহতের খবর না মিললেও বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুনঃ রুদ্রপ্রয়াগে মিলল গোপন হ্রদের সন্ধান! গুগল ঘেঁটে হিমালয়ের বুকে নতুন আবিষ্কার
প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি ব্রিজ ভেঙে পড়ে। মধু গঙ্গা নদীর উপরে তৈরি ওই সেতু দিয়েই মন্দিরে যেতে হয়। সেতু ভেঙে পড়ার জেরে বহু পর্যটক মন্দিরে আটকে পড়েন। যারা কেদারনাথে যাচ্ছিলেন, তারাও আটকে পড়েন। কমপক্ষে ২০০ জন পর্যটক বর্তমানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। অনেকের অভিযোগ, তারা বিগত দুই দিন ধরে আটকে রয়েছেন। এখনও অবধি কাউকে উদ্ধার করা হয়নি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে উদ্ধারকাজে সময় লাগছে। সেতুটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় দড়ির সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করা হচ্ছে।







































































































































