বাইশে শ্রাবণ ও স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে ডোনা গাঙ্গুলি এবং আনন্দ গুপ্তের একগুচ্ছ অনুষ্ঠান

0
2

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চারদিনের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণায়ন ইউকে সঙ্গে আছে দীক্ষামঞ্জরী। এই সাংস্কৃতিক সমারোহের প্রথম অনুষ্ঠান ভারতের স্বাধীনতার বীরদের স্মরণে ১৪ আগষ্ট , ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্মশতবার্ষিকী অডিটোরিয়ামে, সন্ধ্যা ৬:৩০টায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় গানের পাশাপাশি, ঋষি অরবিন্দ ঘোষের ১৫০ তম জন্মবার্ষিকীর সমাপ্তি রবীন্দ্রনাথের গানের পাশাপাশি নজরুল ইসলামের গানের মাধ্যমে উদযাপন করা হবে। সঙ্গীত পরিবেশন করবেন দক্ষিণায়ন ইউকে এর ড: আনন্দ গুপ্ত। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি। অনুষ্ঠানের শিরোনাম ‘অমৃতাজ্ঞলি’।

১৫ আগষ্ট ক্যালকাটা রোয়িং ক্লাবে, সন্ধ্যা ৭টায়, রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানে থাকছেন ড: আনন্দ গুপ্ত, দক্ষিণায়ন ইউকে এর ছাত্রছাত্রীরা। বিশেষ ভাবে উল্লেখযোগ্য ময়ূখজিৎ চক্রবর্তীর বাঁশি বাদন। লন্ডনের অনেক পুরষ্কারে সম্মানিত করা হয়েছে এই কিশোর শিল্পীকে। ১৮ এবং ১৯ আগষ্ট (সন্ধ্যা ৬:৩০টা) , যথাক্রমে রবীন্দ্র সদন এবং কলামন্দিরে পরিবেশিত হবে বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলির নৃত্য পরিচালনায় “মৃত্যু আঘাত লাগে প্রাণে” রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা যা তিনি জীবনে নানা সময়ে উপলব্ধি করেছেন কিন্তু আশাহত হননি, সেই উপলব্ধিকে কেন্দ্র করে রচিত এক নৃত্যগীতি আলেখ্য। গানে ড: আনন্দ গুপ্ত। ২০ আগষ্ট, সকাল ১০:৩০টায় ,স্বামী বিবেকানন্দের সিমলার বাড়িতে স্বামীজির প্রিয় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন ড: আনন্দ গুপ্ত। যন্ত্রানুষঙ্গে থাকবেন পন্ডিত বিপ্লব মন্ডল, সুব্রত বাবু মুখার্জি। দক্ষিণায়ন ইউকে এর অন্যান্য শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন মধুরিমা দাশগুপ্ত, সৌগত শঙ্খ বণিক, সুজাতা ব্যানার্জি, নবনীতা চক্রবর্তী প্রমুখ।