সামনের মাসেই তাঁর বিগ বাজেট ছবি মুক্তি। ৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘জওয়ান’ (Jawan) সিনেমার নতুন গান ‘চলেয়া’ মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত বলিউড গানের লিস্টে এক নম্বরে ট্রেন্ড (Trending on no 1) করছে। ফুরফুরে মেজাজেই রয়েছেন কিং খান (Shahrukh Khan)। স্বাধীনতা দিবসের দিন রংমিলান্তি পোশাকে স্ত্রী গৌরী খান (Gauri Khan)এবং ছোট ছেলে আব্রামকে (Abram Khan) সঙ্গে নিয়ে মন্নতের (Mannat )ছাদে শাহরুখ। পতাকা উত্তোলনের পাশাপাশি ভক্তদের দর্শনও দিলেন বলিউড বাদশা (Shahrukh Khan)।

পরনে ব্লু ডেনিম আর সাদা টি-শার্ট, হ্যান্ডসাম লুকে বছর ৫৭-র শাহরুখ খান নিজের বাড়ির ছাদে লেন্সবন্দি।গৌরীর পরনে সাদা শার্ট আর ব্লু জিনস। ছেলেও সাদা পোশাকেই উপস্থিত ছিলেন।ছোট ছেলের জোরাজুরিতে আড়ম্বরের সঙ্গে পতাকা উত্তোলন জানালেন বাদশা। পতাকা উত্তোলন করার পরে ছাদের একদম ধারে এসে ভক্তদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন। রাস্তায় দাঁড়ানো হাজার হাজার ফ্যানের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন তিনি। বাদশা স্টাইলে অনুরাগীদের নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে স্যালুট করতে দেখা যায় তারকাকে (SRK)।ফ্ল্যাগ হোস্টিং-এর ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লেখেন- ‘ছোটছেলের জন্য এটা রীতিতে পরিণত হয়েছে। আমাদের ভালোবাসার তেরঙ্গা উত্তোলন করা, সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলকে ভালোবাসা, আশা করি আমাদের দেশ এগোবো আর দেশের সঙ্গে আমরাও এগোব’। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শাহরুখের সেই ছবিই ভাইরাল।







































































































































