বর্ষার মরসুম দক্ষিণবঙ্গে দেরিতে এলেও অগাস্ট মাস থেকেই শুরু হয়েছে বর্ষার দাপট। সোমবার সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনে বৃষ্টি দোসর হতে পারে। অথবে ব্ষ্টি মাথায় নিয়েই উদযাপন করতে হবে স্বাধীনতা দিবস। এমনটাই পুর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ধমকে-চমকে আটকানো যাবে না, বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা: মুখ্যমন্ত্রী
শুক্রবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তারপর থেকেই কখনও হালকা কখনও আবার মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার এবং মঙ্গলবারও কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ সকাল থেকেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তেজ তেমন না থাকলেও বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে।তবে সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ থেকে ৯৪ শতাংশ।
তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
image-598036″ src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2023/08/04003039/IMG-20230804-WA0003-1.jpg” alt=”” width=”1600″ height=”1066″ />