তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান নির্বাচিত হওয়ার পর ভুল বুঝতে পেরে ফের তৃণমূলেই ফিরলেন খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদ্যনির্বাচিত প্রধান। ২৩ আসনের ১৪টিতে জয়ী তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু বোর্ড গঠনের দিন তিন জয়ী তৃণমূল সদস্য বিজেপিতে যোগদান করায় বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস সিং। দু’দিন পার হতে না হতেই ভুল বুঝতে পেরে নিজের দল তৃণমূলে ফিরে আসেন সদ্যনির্বাচিত প্রধান দেবাশিস সিং এবং আরেক দলছাড়া তৃণমূল সদস্য অসীমা কারক। জেলা সভাপতি রামেন্দু সিংহরায় তারকেশ্বরে নিজের অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বলেন, ‘‘দুই জয়ী সদস্য দলে ফেরায় আইনত বিজেপির নির্বাচিত প্রধানকেই মান্যতা দেবে তৃণমূল। পঞ্চায়েত আইন অনুযায়ী উপপ্রধানও নির্বাচন করবে। তাঁর দাবি, ঘরের ছেলে ঘরে ফিরেছে। বিজেপি ভয় ও লোভ দেখিয়ে অপহরণ করেছিল। ভুল বুঝতে পেরে পুরনো দলেই ফিরেছেন ওঁরা।’’
আরও পড়ুন- ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু শাসকদলের