শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা যশস্বী। দলের হয়ে এই রান করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ম্যাচের সেরা হয়ে কৃতিত্ব দিলেন আইপিএলকে। আইপিএলের জেসন হোল্ডার ও ম্যাকয়ে রাজস্থানের হয়ে খেলেন। তাঁদের বিরুদ্ধে আগে খেলার সুবিধা পেয়েছেন যশস্বী।
ম্যাচ শেষে ম্যাচের সেরা হয়ে যশস্বী বলেন,” জেসন হোল্ডার এবং ম্যাকয়ের বিরুদ্ধে আইপিএলে অনেক খেলেছি। নেটে ওদের বিরুদ্ধে খেলার সুবিধা পেয়েছি। সত্যি বলতে, আইপিএল অনেকটাই সাহায্য করেছে।”
এরপরই যশস্বী বলেন,” আমি যখনই ব্যাট করতে নামি, দলের কথা ভাবি। যে পরিস্থিতিতে যেভাবে ব্যাট করা উচিত সেটাই করি। তবে আমার লক্ষ্য থাকে রান করা। চেষ্টা করি, পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব বেশি রান করতে। এই ম্যাচেও সেটাই করেছি। দল আমার উপর ভরসা রেখেছে। এই ম্যাচে ব্যাট করতে নামার আগে হার্দিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। কীভাবে ব্যাট করব সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেটাই করার চেষ্টা করেছি।”
আরও পড়ুন:ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতে কী বললেন হার্দিক?