ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে কী বললেন হার্দিক?

0
2

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। আর এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী জসওয়াল এবং শুভমন গীল। ৮৪ রানে অপরাজিত যশস্বী। ৭৭ রান করেন শুভমন। আর এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” প্রথম ম্যাচে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা ভাল ভাবে রান তাড়া করছিলাম। কিন্তু শেষ চার ওভারে খেই হারিয়ে ফেললাম। নিজেদের ভুলের খেসারত দিতে হল। পরের ম্যাচেও আমাদের দোষ ছিল। কিন্তু এই দুই ম্যাচে হার থেকে শিক্ষা নিয়েছি। হয়তো ওই ধাক্কা না খেলে এ ভাবে ফিরতে পারতাম না। সিরিজে হারের মুখে ছিলাম বলেই নিজেদের সেরাটা দিতে পেরেছি।”

ম‍্যাচ জয়ের কারণ হিসাবে ব‍্যাটারদের দুরন্ত পারফরম্যান্সকেই তুলে ধরলেন হার্দিক। এই নিয়ে তিনি বলেন,” এই ম্যাচেও বোলারেরা নিজেদের কাজ করেছে। কিন্তু সেই সঙ্গে ব্যাটারেরাও বোলারদের সাহায্য করেছে। সেই কারণে আমরা জিততে পেরেছি। দল হিসাবে খেলেছি। এভাবেই বোলারদের সাহায্য করতে হবে।”

এরপরই হার্দিক বলেন,” যশস্বী ও শুভমন খুব ভাল খেলেছে। এই গরমে এত বড় ইনিংস খেলা সহজ নয়। বড় শট মারার পাশাপাশি দৌড়ে ভাল রান নিয়েছে ওরা। দলের ব্যাটিংকে ওরা ভরসা দিয়েছে।”

এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য হার্দিকদের।

আরও পড়ুন:ডার্বি হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো