ডার্বি হারের পর কী বললেন বাগান কর্তা দেবাশিস দত্ত?

0
1

শনিবার মরশুমের প্রথম ডার্বিতে হারের মুখ দেখে মোহনবাগান সুপার জায়েন্ট। ডুরান্ড কাপের ম‍্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-০ গোলে হারে মহনবাগান। আর শনিবার এই হারের পর নিজের দলকেই অযোগ্য বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

নন্দাকুমারের করা গোলে ম্যাচ হারের পর নিজেদের দলকে জয়ের যোগ্য বলেই মানতে রাজি হলেন না সবুজ-মেরুন কর্তা। ডার্বি হারের পর দেবাশিস দত্ত বলেন, “আটটা ম্যাচ পর তো অবশেষে জিতল ইস্টবেঙ্গল। সেটা তো লাল-হলুদের জন্য ভালো হল।” এরপরই  ইস্টবেঙ্গলের খেলার প্রশংসাও করেন দেবাশিস। তিনি জানান, আজ যোগ্য দল হিসেবে জিতেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান যা খেলেছে, তাতে জয়ের এতটুকুও যোগ্যতা ছিল না।” শেষে দেবাশিস আরও বলেন, ‘আমরা যে খেলাটা খেলেছি, তাতে আমাদের জেতার যোগ্যতা ছিল না। ইস্টবেঙ্গল অনেক-অনেক ভালো ফুটবল খেলেছে।”

আরও পড়ুন:রোনাল্ডোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন আল নাসের