খুব তাড়াতাড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুরহস্যের কিনারা হবে ।এই ঘটয়নাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রবিবার সকালে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার চুরির অভিযোগ! খোয়া গেল ল্যাপটপ
স্বপ্নদীপের মৃত্যুর তদন্তের বিষয়ে এদিন রেড রোডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনীত গোয়েল বলেন, ‘‘যাদবপুরের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। ইতিমধ্যে বোর্ড গঠন হয়েছে।এক জন ডিসি পদমর্যাদার আধিকারিক সর্বক্ষণ তদন্ত প্রক্রিয়ার তদারকি করছেন।মৃত ছাত্রের ময়নাতদন্ত হয়েছে। তার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। আমরা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে পারব বলেই আশা করছি”।




গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে যান নদিয়ার স্বপ্নদীপ। তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ২২ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত নামের আরও দুই পড়ুয়াকে। স্বপ্নদীপের উপর যে সেই রাতে অত্যাচার হয়েছিল, আদালতে তা জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী। সেই অত্যাচারে অনেকেই যুক্ত ছিল বলে মনে করছে পুলিশ।












































































































































