সামনেই পুজো। চলছে প্রস্তুতি। সেই ব্যস্ততার মাঝেও মণিপুরের নির্যাতিতা মহিলাদের কথা ভুলছেন না মহানগরীর দুর্গোৎসবের মহিলা উদ্যোক্তারা। মণিপুরের মহিলাদের উপর অমানবিক অত্যাচারের প্রতিকার চাইতে তাঁরা চিঠি লিখছেন রাষ্ট্রপতির কাছে। দাবি জানাবেন, কেন্দ্র এবং সেই রাজ্যের সরকারকে বাধ্য করা হোক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।
এই দাবিকে সামনে রেখেই শনিবার গড়িয়াহাটে এক অভিনব প্রতিবাদসভার ডাক দিয়েছিল দুর্গা পুজোর মহিলা উদ্যোক্তাদের মঞ্চ ‘বাংলার দুর্গা’। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদসভা এবং মিছিলে পা মেলান শহরের মহিলা পরিচালিত দুর্গাপুজোর উদ্যোক্তারা। ছবিও আঁকলেন তাঁরা। প্রতিবাদের ছবি আঁকতে হাতে রং-তুলি তুলে নিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও। বললেন, মণিপুরে যে ঘটনা ঘটছে তা শুধু দেশের লজ্জা নয়, কেন্দ্রের চরম ব্যর্থতার প্রতিফলন। পুজোর আনন্দের মধ্যেও তাই মণিপুরের দুর্গাদের পাশে থাকব আমরা। তাঁদের জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখব, ছবিও পাঠাব।
আরও পড়ুন- মোহনবাগানের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ, ফেডারেশনের কাছে অভিযোগ