মরশুমের প্রথম ডার্বির উন্মাদনা বাড়াতে শহরে ভিকি কৌশল

0
1

খআর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে এই মরশুমের প্রথম ডার্বি। শনিবাসরীয় সকাল থেকেই শহরে দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এবার সেই উন্মাদনা আরও বাড়াতে শহরে পা রাখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। বলি অভিনেতার পরনে ছিল ধূসর রঙের হুডিস আর মাথায় কালো রঙের টুপি। ডুরান্ড কাপের শনিবাসরীয় ডার্বিতে যুবভারতীর মঞ্চ মাতাবেন তিনি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডুরান্ড কাপের থিম সং ‘ভিড়ে। এই ’গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও ভিভিয়ান ফার্নান্ডেজ। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। দেশ জুড়ে ফুটবলকে নিয়ে মানুষের যে উন্মাদনা, সেটাই এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। গানটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর এবার ভিকির পাশাপাশি শনিবাসরীয় ডার্বিতে অরিজিৎ সিংয়ের উপস্থিত থাকার কথাও শোনা যাচ্ছে। যদি তিনি থাকেন, তাহলে আজ মেগা ডার্বি জমে যাবে, এমনটা বলাই যায়।

এর আগে ২০২৩ এর আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গেয়েছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানের শেষে মহেন্দ্র সিং ধোনিকে প্রণাম করার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। এবারের ডার্বি যুদ্ধে অরিজিৎ ও ভিকি কৌশলকে ঘিরে কি তেমন কোনও আবেগী মুহূর্ত তৈরি হবে? সেটার জন্য আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা।