পছন্দের হাসপাতালেই অ.স্ত্রোপচার! কেমন আছেন সুজয়কৃষ্ণ ভদ্র?

0
2

নিজের পছন্দের হাসপাতালেই হার্ট অপারেশন হল সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)। শুক্রবার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার (Operation) হয়েছে বলে খবর। তবে এই মুহূর্তে তিনি কেমন আছেন তা এখনও সঠিকভাবে জানা যায়নি। স্ত্রীর মৃত্যুর পর প্যারোল শেষ করে জেলে ফেরার সময় আচমকাই অসুস্থ হয়েছিলেন নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

পরে পরীক্ষা-নিরিক্ষা করলে দেখা যায় তাঁর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। বসানো হয় তিনটি স্টেন্ট। এরপরই আর্টারিতে ব্লকেজ পেতেই অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু এসএসকেএমে অপারেশন করাতে আপত্তি ছিল সুজয়কৃষ্ণের। তারপরই নিম্ন আদালতে তিনি আবেদন জানান, যাতে বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচারের সুযোগ দেওয়া হয়। তবে সেখানে একেবারেই ধোপে টেকেনি সুজয়কৃষ্ণের যুক্তি। এরপর আবেদন খারিজ হয়ে গেলেও নিজের দাবিতে অনড় ছিলেন তিনি। পরে হাইকোর্টে আবেদন জানান তিনি। পরে হাইকোর্টের নির্দেশেই জোকা ইএসআই-তে তৈরি মেডিক্যাল বোর্ড রিপোর্ট পেশ করে। সেখানেই দেখা যায় সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

তবে প্রথমে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণের চিকিৎসা করানোর কথা থাকলেও একবালপুরের বেসরকারি হাসপাতালেই অপারেশন করাতে চেয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার ওই হাসপাতালে অপারেশন হয় তাঁর।