‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ‍্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট

0
3

ইনস্টাগ্রামের একটা পোস্ট থেকেই নাকি ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গতকাল এই তথ‍্যই সামনে আসে। তবে এই তথ্য নাকি সঠিক নয়, এদিন এমনটাই নিজে জানালেন স্বয়ং নিজেই। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ারদের সংখ্যার নিরিখে তিন নম্বরে রয়েছেন ভারতের এই  তারকা ব্যাটার।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই রয়েছেন তিনি। সেই কারণেই তাঁকে ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা এশিয়ান ক্রীড়াবিদ বলে জানানো হয়েছিল। বিরাটের এই বিপুল পরিমান আয়ের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত ট্যুইট করে এই খবর সত্যি নয় বলেই জানান বিরাট। এদিন তিনি টুইটে করে লেখেন, “যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, সেটা সঠিক নয়।”

শিডিউলিং টুল হুপার এইচকিউ-র তথ্য অনুসারে, রোনাল্ডো ও মেসির পরেই বিরাট রয়েছেন এই তালিকায় তিন নম্বরে। সেই তথ্য অনুসারে, বিরাট পেছনে ফেলে দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের। তালিকায় শীর্ষে রোনাল্ডো। ইনস্টায় উপার্জনের ক্ষেত্রে লিও মেসিও খুব পিছিয়ে নেই। ইনস্টাগ্রামে সর্বাধিক আয় করা প্রথম ২০ জনের মধ্যে মাত্র চার জন ক্রীড়াবিদ রয়েছেন। মেসি, রোনাল্ডো, কোহলি এবং নেইমার। তালিকার একমাত্র ক্রিকেটার বিরাট কোহলিই।

বিরাটের পরে ইনস্টাগ্রাম থেকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টাকা আয় করেন প্রিয়ঙ্কা চোপড়া।

আরও পড়ুন:ডার্বির রং লাল-হলুদ, মরশুমের প্রথম ডার্বির জয় ইস্টবেঙ্গল এফসির, মোহনবাগানকে হারাল ১-০ গোলে