যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত প্রাক্তন ছাত্র। যেহেতু নিহত ছাত্রের বয়স এখনও ১৮ হয়নি, তাই এবার সোচ্চার হল শিশু সুরক্ষা কমিশনও। এবার স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যু কী ভাবে হয়েছে, তা নিয়ে তদন্তের অনুরোধ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন। তদন্তে কী কী পাওয়া গেল, তার রিপোর্টও জানতে চেয়েছে তারা। পাশাপাশি কমিশনের আবেদন, এই মৃত্যুর তদন্ত যাতে যথাযথভাবে হয়, তার জন্য পদক্ষেপ করুক রাজ্যপাল।
কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বিতর্কিত পরিস্থিতিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে হস্টেলের কয়েক জন আবাসিকের কিছু কার্যকলাপ দায়ী বলেও শোনা যাচ্ছে। ওই আবাসিকদের কেউ কেউ আবার বেআইনি ভাবে হস্টেলে থাকেন। কমিশন এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁকে কমিশনের তরফে একটি চিঠি দিয়ে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও কমিশনের তরফে হস্টেলের সিসিটিভি ফুটেজও দেখতে চাওয়া হয়েছে।
একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছে কমিশন। এই ঘটনায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে পুলিশ, তার রিপোর্ট দেখতে চেয়েছে কমিশন।একইসঙ্গে পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপের কথাও বলেছে তারা।
আরও পড়ুন- ‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট