ঘনাচ্ছে দূর্যোগের মেঘ! আগামী দু’দিন ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়

0
1

সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এদিকে নিম্নচাপের জেরে ঘনাচ্ছে দূর্যোগের মেঘ। এর জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি  হবে। পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। ধস নামবে পার্বত্য এলাকায়। জারি হয়েছে কমলা সতর্কতাও।

আরও পড়ুনঃ CRPC ও IPC-এর নাম বদল করতে উদ্যোগী মোদি সরকার, লোকসভায় বিল পেশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সেইসঙ্গে হালকা ব্ষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে ব্ষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনি ও রবিবার তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও।

আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩১.৫ মিলিমিটার।