দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে অবশেষে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী সৌরভ চৌধুরী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুন-সহ আরও একটি ধারায় মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ।

প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর থেকে দফায় দফায় উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পাশপাশি নিজস্ব তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। শুক্রবারই ঘটনায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন মৃত পড়ুয়ার বাবা।তারপরই তৎপর হয় পুলিশ। স্বপ্নদীপ কুন্ডুর পরিবারের অভিযোদের ভিত্তিতে এদিন সন্ধেয় সৌরভ চৌধুরী নামে এক পড়ুয়াকে আটক করে পুলিশ। সূত্রের খবর, কসবা থানায় গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।

কে এই সৌরভ চৌধুরী? কিছুদিন আগেই স্নাতকোত্তর পাশ করেছেন সৌরভ। কিন্তু, এখনও থাকতেন মেন হস্টেলেই। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ২০২২ সালে এমএসসি পাশ করেন স্বপ্নদীপ। হস্টেলে থেকেই চাকরির চেষ্টা করছিলেন সৌরভ। মেস কমিটির গুরুত্বপূর্ণ মেম্বারও ছিলেন।
আরও পড়ুন- যাদবপুরের নিয়ে আচার্য-রাজ্যপালকেই দায়ী করল এডুকেশনিস্ট ফোরাম





































































































































