পুরনো আইন পরিবর্তনে এবার ভারতীয় দণ্ডবিধির নাম পরিবর্তনের রাস্তায় হাঁটল কেন্দ্রীয় সরকার। লোকসভায় CRPC ও IPC-এর নাম বদলের বিল পেশ হয়। লোকসভায় অমিত শাহ জানান, ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করার জন্য রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে বিধানগুলি, আইনটি বাতিল করার পরে প্রস্তাবিত ভারতীয় সংহিতা সুরক্ষা বিল এর ১৫০ ধারায় বজায় রাখা হবে৷ বর্তমানে, রাষ্ট্রদ্রোহের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা জেলের মেয়াদ যা তিন বছর পর্যন্ত প্রসারিত হতে পারে। নতুন ধারায় তিন বছরের কারাদণ্ড পরিবর্তন করে ৭ বছর করা হয়েছে।
CRPC হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা
IPC-এর নতুন নাম ভারতীয় ন্যায় সংহিতা
ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনে আমূল পরিবর্তনের লক্ষ্যে শুক্রবার লোকসভায় ৩টি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩টি বিল হল- ‘দ্য ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩’, ‘দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩’ এবং ‘ভারতীয় সাক্ষ বিল ২০২৩’। আপাতভাবে বিলগুলি খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে ল কমিশনে এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে। নতুন বিলে ‘রাষ্ট্রদ্রোহ’ শব্দটি অপসারণ করা হয়েছে এবং কিছু পরিবর্তন সহ ১৫০ ধারায় বিধানটি বহাল রাখা হয়েছে।নতুন বিধানে বলা হয়েছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে বিচ্ছিন্নতা বা সশস্ত্র বিদ্রোহ অথবা ধ্বংসাত্মক কার্যকলাপ, বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অনুভূতিকে উৎসাহিত করে বা ভারতের সার্বভৌমত্ব বা একতা ও অখণ্ডতাকে বিপন্ন করে তাহলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হবে পাশাপাশি জরিমানাও দিতে হবে।
এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)বলেন, ব্রিটিশ আমলে ইংরেজদের দাসত্বের প্রতীক ছিল ইন্ডিয়ান পেনাল কোড (ভারতীয় দণ্ডবিধি), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)জানিয়েছেন, স্বাধীন ভারতে এসব কিছু চলবে না। এদিন সংসদের নিম্নকক্ষে শাহ জানান, এই তিন আইন প্রণয়ন করে ব্রিটিশ প্রশাসন নিজেদের শক্তিশালী করতে চেয়েছিল। ন্যায় বিচার দেওয়া নয় বরং আইনগুলির লক্ষ্য ছিল শাস্তি দেওয়া। তবে এবার মানুষ যাতে ন্যায় বিচার পান সেই লক্ষ্যেই আমরা এগোব। মন্ত্রী জানান, অপরাধকে প্রশ্রয় দেওয়া নয়, যাতে তা থামানো সম্ভব হয় সেই লক্ষ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে। এখানেই শেষ নয় জানা যাচ্ছে, কেন্দ্রের নতুন আইনে পুরনো ইন্ডিয়ান পেনাল কোডের অনেক ধারাই বাতিল করা হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে সংশোধনও করা হচ্ছে। একইভাবে সিআরপিসি এবং সাক্ষ্য আইনেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হল সবকটা আইনের নামের ক্ষেত্রেই হিন্দি ভাষা প্রাধান্য পেয়েছে।
বাতিল রাষ্ট্রদ্রোহ আইন, তিন বিলে আর নতুন কী?
ইন্ডিয়ান পেনাল কোডের নাম পরিবর্তিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা
CRPC হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ক্ষেত্রে করা আইন আনার প্রস্তাব
গণধর্ষ*ণে সর্বাধিক কুড়ি বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে
মহিলা এবং শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিরুদ্ধে আইন আসছে
অনলাইনে এফআইআর করার সুযোগ মিলবে
আদালতের যাবতীয় প্রক্রিয়া ডিজিটাল করার হবে
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাক্ষ্য প্রমাণ গ্রহণ, এমনকী জিজ্ঞাসাবাদ করা যাবে
চালু হতে চলেছে ই-এফআইআর
ছিনতাই এর ক্ষেত্রেও শাস্তির জন্য সুনির্দিষ্ট আইন আসতে চলেছে
অপরাধ বিবেচনা করে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাবাসের রূপান্তরিত করার প্রস্তাব