আদালতের ঠিক বাইরে স্ত্রী এবং শ্যালিকা মিলে পিটিয়ে আধমরা করে ফেলল এক যুবককে! এভাবে মারধর করতে দেখে পথচলতি অনেকেই থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতে লাভ হয়নি । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। উন্মত্তের মতো মারধর করা হচ্ছে এক ব্যক্তিকে। দুই মহিলা তাঁকে মারধর করছে।পথচলতি মানুষ মারধরে বাধা দিতে এলেও থামাতে পারেননি ওই দুই মহিলাকে। 

আরও পড়ুনঃ টাকা গোনার ভিডিও ভাইরাল, মালদহের তৃণমূল নেতার দাবি ওটা ব্যবসার টাকা!

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রাজকুমার। রামগড় অ্ালতে মামলা চলছিল রাজকুমার ও তাঁর স্ত্রী খুশবু কুমারীর। ২০০৯ সালে রাজকুমার ও খুশবুর বিয়ে হয়। রাজকুমারের অভিযোগ, বিয়ের পর থেকে খুশবু কখনওই শ্বশুরবাড়িতে থাকেনি, উল্টে নানারকম মানসিক চাপ দিয়ে গেছে রাজকুমারের পরিবারকে।


এর পরে ২০১৭ সালে খুশবু কুমারী রামগড় সিভিল আদালতে রাজকুমারের বিরুদ্ধে মামলা করে খোরপোষ দাবি করে। রাজকুমারও পাল্টা মামলা ঠোকেন নির্যাতনের। সেই মামলাই চলছিল আদালতে। সেখানেই হাজিরা দেওয়ার তারিখ ছিল তাঁদের। তবে তাঁর আগেই আদালতের বাইরে মারধরের কাণ্ড ঘটায় হতবাক সকলেই।












































































































































