আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচন। সবচেয়ে আগে প্রার্থী ঘোষণা করল বামেরা। বামেদের প্রার্থী সিপিএমের ঈশ্বরচন্দ্র রায়। যিনি পাটকিদহ হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী। তবে কংগ্রেস এখানে প্রার্থী দিচ্ছে না। সিপিএম প্রার্থীকেই সমর্থন করবে তারা।

অর্থাৎ, মুর্শিদাবাদের সাগরদিঘি মডেলে ফের জোট প্রার্থী বাম-কংগ্রেসের। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থন করেছিল বামেরা। তবে ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই শিবির বদলে তৃণমূলের হাত ধরেন বায়রন। তবে এখনও প্রার্থী ঘোষণা করেনি শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপি। এই দুই দলের প্রার্থী কারা হবেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- শহরের ‘কিড.নি’কে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য, শুরু সমীক্ষা






































































































































