‘বিশ্বকাপ জিততে কঠোর পরিশ্রম করতে হবে’, কেউ প্লেটে সাজিয়ে দেবে না’ : রোহিত

0
2

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। এবছর দেশের মাটিতে বিশ্বকাপ। তাই ঘরের মাঠে সমর্থন থাকলেও তুলনামূলক চাপ একটু বেশি থাকবে টিম ইন্ডিয়ার। তারমধ‍্যে  দীর্ঘ একদশক ধরে নেই কোন আইসিসির ট্রফি। তাই এই টুর্নামেন্টে ট্রফির খরা কাটাতে চাইছে টিম ইন্ডিয়া। তবে তারজন‍্য যে কঠর পরিশ্রম করতে হবে, তা ভালোই জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে এসে এমনটাই বললেন তিনি।

এই নিয়ে রোহিত বলেন,” সত্যি বলতে, আমি কখনও-ই ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি। বিশ্বকাপ জেতার স্বপ্ন রয়ে গিয়েছে আমার। এবার এটা জয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। বিশ্বকাপ জয়ের চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে না। একটা প্লেটে কেউ বিশ্বকাপ সাজিয়ে দেবে না। আপনাকে এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে। এবং ২০১১ সাল থেকে আমরা এখনও পর্যন্ত আমরা সবাই এর জন্য লড়াই করছি।”

এরপরই রোহিত আরও বলেন,” প্রত্যেকেই বিশ্বকাপ জিততে মরিয়া। আমরা জানি, আমাদের একটি ভালো দল আছে। আমরা সবাই ভালো খেলোয়াড়। সকলের আত্মবিশ্বাস রয়েছে। এর মানে এই নয় যে, আমরা বিশ্বকাপকে হাল্কাভাবে নিচ্ছি। আমরা যখন ২০২২ বিশ্বকাপ হেরেছিলাম, আমি বলেছিলাম যে, আমরা পরবর্তী বিশ্বকাপ জিততে কঠোর লড়াই করব।”

আরও পড়ুন:প্রকাশ‍্যে বিসিসিআইয়ের আর্থিক খতিয়ান, গত পাঁচ বছরে লাভের পরিমাণ আকাশ ছোঁয়া : সূত্র