মণিপুরে বাড়ি জ্বলেছিল তাঁর, সংসদে বক্তা তালিকায় বাদ বিজেপির সেই সাংসদ

0
2

মণিপুর(Manipur) হিংসার ঘটনায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের(Rajkumar Ranjan Singh) বাড়ি জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। মণিপুরের এই সাংসদকে সংসদে বক্তব্য পেশ করার সুযোগই দিল না বিজেপি(BJP) সরকার। অথচ বিজেপির মন্ত্রীরা সুযোগ পেলেন বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখার। এই ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ(Jairam Ramesh)।

উল্লেখ্য, হিংসার জেরে মণিপুরের সাংসদ তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে ২৫ মে ও ১৬ জুন দুবার হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সংসদে এই সংসদকে বিজেপি বক্তব্য রাখার সুযোগ না দেওয়ায় শাসক দলের বিরুদ্ধে সরব হয় টুইট করেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, “অনাস্থা প্রস্তাবের সময় বেশ কয়েকজন মন্ত্রী লোকসভায় বক্তব্য রেখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কেন মণিপুরের একমাত্র সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিংকে মনিপুর প্রসঙ্গে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো না? মণিপুর হিংসায় এনার বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। কেন তাঁকে বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হলো?”