খড়গ্রামে খু.নের ঘটনায় গ্রেফ.তার ৪, এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী

0
2

২৪ ঘণ্টা পার হওয়ার আগেই খড়গ্রামে খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার জেরে রাগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সব মিলিয়ে বৃহস্পতিবার সকালেও উত্তেজনা ছড়ায় খড়গ্রামে।অশান্তি রুখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃখড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস

কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েই দলবদল করেছিলেন সানোয়ারা বিবি। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়৷ তারপরই বিকেলে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে বুধবার থেকে মুর্শিদাবাদের খড়গ্রামের রুহিগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরই তদন্তে নেমে বুধবার রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয় । আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল খড়গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।

বুধবার রাতভর তল্লাশিতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। আজ সকালে গ্রেফতার করা হয় এক সিভিক ভলিন্টিয়ারকে। তাঁর নাম ইজারুল শেখ ওরফে সঞ্জয়। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।