মোটা টাকায় কিনে জোর করে বিয়ের অভিযোগ! দিল্লিতে ম.র্মান্তিক পরিণতি তরুণীর

0
2

হাজার হাজার টাকা খরচ করে তরুণীকে কেনার অভিযোগ। আর সেই তরুণীকেই এবার জোর করে বিয়ের পর তাঁকে শ্বাসরোধ করে খুন করল এক যুবক। পরে তরুণীর দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। দক্ষিণ দিল্লির (South Delhi) এমন মর্মান্তিক ঘটনা দেখে শিউড়ে উঠছে দেশবাসী। এদিনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এদিকে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম সুইটি। এক মহিলার থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে তরুণীকে কিনেছিলেন তাঁর স্বামী ধরমবীর (Dharambir)। এরপর তাঁকে বিয়েও করেন। পরে পুলিশি জেরায় ধরমবীরের ভায়রা পেশায় অটো চালক অরুণ স্বীকার করেন, সুইটির আচরণে একেবারেই খুশি ছিলেন না ধরমবীর। স্বামীকে না জানিয়ে আচমকা এক থেকে দেড় মাসের জন্য ঘর ছাড়া হত সুইটি। আর সেকারণেই তাঁকে খুনের পরিকল্পনা করেন ধরমবীর। আর যেমন পরিকল্পনা তেমন কাজ। এরপরই মূল অভিযুক্ত ধরমবীর অরুণ এবং সত্যবান নামের আরও এক যুবক হরিয়ানা সীমান্তের কাছে জঙ্গলে সুইটিকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে তাঁকে সেই জঙ্গলেই ফেলে রেখে চলে আসে অভিযুক্তরা।

পুলিশ সাফ জানিয়েছে, ঝিল খুর্দ সীমান্তের কাছে ফতেপুর বেরির জঙ্গলে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুইটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পরে তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই অরুণের অটোর হদিশ পায় পুলিশ। এরপরই অরুণকে গ্রেফতার করার পরই ধরমবীর এবং সত্যবানের সন্ধান মেলে।